Result

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন – SSC Result 2024

সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে SSC পরীক্ষার রেজাল্ট এর সময় চলে এলো। ২০২৪ সালের ssc পরীক্ষার্থীরা আশা করি খুব ভালোভাবেই তোমাদের পরীক্ষা সম্পন্ন করেছো। তোমাদের রেজাল্টের আর দেরি নেই মাত্র কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে।

২০২৪ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ১৫ ফেব্রুয়ারি আর শেষ হয়েছে মার্চের ১২ তারিখ। বোর্ড পরীক্ষার রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কমপক্ষে ৬০ দিনের সময় নেয়া হয়। এখন মে মাস চলে এলো এসএসসি ২০২৪ এর রেজাল্ট এর তারিখ।

বোর্ড থেকে জানা গেছে এসএসসি রেজাল্ট পাবলিশ করা হবে মে মাসের ১২ তারিখ। রেজাল্ট চেক করা যাবে 11:00am থেকে। রেজাল্টের সময় যেহেতু শিগ্রই চলে এসেছে তাই দেরি না করে চলো শিখে নেই কিভাবে এসএসসি রেজাল্ট চেক করতে হবে এবং রেজাল্ট চেক করার নিয়ম কি তাও জানবো।

আজকের এই আর্টিকেল থেকে আমরা জানতে পারবো কিভাবে এসএসসি রেজাল্ট চেক কররে হবে। কিভাবে মোবাইলের Sms থেকেই রেজাল্ট পাওয়া যাবে বা অনলাইন ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট বের করা যাবে তার সব কিছুই। আসুন জেনে নেয়া যাক,,,

এসএসসি রেজাল্ট চেক

এসএসসি পরীক্ষার রেরেজাল্ট চেক করার অনেক মাধ্যম আছে। বর্তমানে হাতের মোবাইল দিয়েই ঘরে বসে পরীক্ষার রেজাল্ট চেক করা সম্ভব। রেজাল্ট চেক করার অনেকগুলো উপায়ের মধ্যে আছে রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক, ওয়েবসাইট দিয়ে রেজাল্ট চেক আরও নানা উপায়ে রেজাল্ট চেক করা যায়। আসুন এক এক করে বিষয়গুলি জেনে নেই।

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট

এসএসসি পরীক্ষার রেজাল্ট এখন চাইলেই রোল নাম্বার দিয়ে চেক করা যায়। রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক করা অনেক সহজ একটি প্রোসেস। আসুন জেনে নেই,,

হাতে থাকা মোবাইল ফোন থেকেই এখন এসএসসি রেজাল্ট চেক করা যাবে। Sms এর মাধ্যমে ssc রেজাল্ট পাওয়া অনেক সহজ।

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে হলে সর্বপ্রথম যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে। সেখানে একটি মেসেজ লিখতে হবে,,

SSC লেখার পর <space বা স্পেস> Board <space বা স্পেস> Roll <space বা স্পেস> 2024 লিখে মেসেজটি সেন্ড করুন।

যে নাম্বারে সেন্ড করবেন সেই নাম্বারটি মূলত “16222” এই নাম্বারে সেন্ড করতে হবে।

এভাবে sms এর মাধ্যমে রেজাল্ট পাওয়া খুব সহজ।

প্রসেস টিঃ SSC<space> Board <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।

একটি উদাহরণ দেয়া হলো এটির মাধ্যমে আশা করি পাঠকগণ বুঝতে পারবেন,,,

SSC SYL 82636 2024 লিখে সেন্ড করুন 16222 নাম্বারে।

এটির মাধ্যমে খুব সহজেই রেজাল্ট পাওয়া যাবে। রেজাল্ট আপনার ফোনে চলে আসবে Sms এর মাধ্যমে। তবে sms এ শুধু আপনার প্রাপ্ত পয়েন্ট পাওয়া যাবে। তবে আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন কোন সাবজেক্টে কি পেয়েছেন সেটা পেতে হলে অবশ্যই sms এর বদলে ওয়েবসাইটে যেতে হবে। sms এর মাধ্যমে কোন সাবজেক্ট এ কেমন ফলাফল এলো তা চেক করা যায় না। তাই sms এর মাধ্যমে এটা জানাও যায় না। তবে চিন্তার কোন কারণ নেই কিভাবে ওয়েবসাইট ব্যবহার করে রেজাল্ট জানা যাবে এবং কোন সাবজেক্টে কত পাওয়া গেলো তাও জানা যাবে। এই সবই শিখানো হবে আজকের আর্টিকেলে।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

উপরে রোল দিয়ে sms এর মাধ্যমে রেজাল্ট জানবেন কিভাবে তা শেয়ার করা হয়েছে। এটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কত পয়েন্ট এসেছে। তবে কোন সাবজেক্ট এ কত গ্রেড পেয়েছেন তা জানতে পারবেন না। তাই অবশ্যই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইট থেকে খুব সহজেই রেজাল্ট চেক করা যায় এবং রেজাল্টের বিস্তারিত তথা কোন সাবজেক্টে কত গ্রেড তাও জানা যায়। তাই আসুন জেনে নেই কিভাবে ও কোন ওয়েবসাইট থেকে এসএসসি রেজাল্ট ২০২৪ চেক করা যাবে।

ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক কারার পদ্ধতি বলার আগে ওয়েবসাইট টির লিঙ্ক দেই।

এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে হলে সর্বপ্রথম (http://www.educationboardresults.gov.bd/)

এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর সামনে অনেক অপশন আসবে।

এই ওয়েবসাইটে অর্থাৎ BD শিক্ষা মন্ত্রণালয়ের official সাইটে প্রবেশ করার পর যদি এসএসসি রেজাল্ট চেক করতে চান তাহলে,,

Examination এর code টিতে এসএসসি/SSC option টি Select করতে হবে।

এরপর ইয়ার/year নামক লেখায় চাপ দিয়ে যে বছরের রেজাল্ট অর্থাৎ ২০২৪ select করতে হবে।

এবার দিতে হবে বোর্ড। কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন সেটি Board এ Select করে নিবেন।

এরপর রোল নং, Roll নাম্বারটি সঠিকভাবে টাইপ করতে হবে।

তারপর, Reg: No অর্থাৎ রেজিস্টার/রেজিস্ট্রেশন নাম্বারটো বসিয়ে দিতে হবে। সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করতে হবে।

এ কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আপনি রোবট না মানুষ সেটা কেপচা করার জন্য একটু ছোট ম্যাথ করতে হবে।

2+4 অথবা যেকোন সংখ্যার যোগফল নির্ণয় করে বসিয়ে দিতে হবে। অবশেষে সাবমিট বাটনে চাপ দিলেই রেজাল্ট চলে আসবে।

আর এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে ওয়েবসাইট ব্যবহার করে এসএসসি রেজাল্ট বের করা যায়। ওয়েবসাইটে দেয়া রেজাল্টে প্রতিটি সাবজেক্ট এর গ্রেড থাকবে এবং সেই রেজাল্ট কে প্রিন্টআউট করা যাবে। তাই ওয়েবসাইট থেকে করে নিজের রেজাল্ট প্রিন্ট করে হাতেও পাওয়া খুব সহজ।

এসএসসি রেজাল্ট চেক 2024

সুপ্রিয় শিক্ষার্থীরা রেজাল্টের আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন আছে। আশাকরি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে। তাই কোন টেনসন না করে চিন্তামুক্ত থাকো। রেজাল্ট এর সময় সহজেই নিজের রেজাল্ট প্রথমে নিজেই চেক করে নিতে পারবে।

উপরে আমরা জানলাম এসএসসি রেজাল্ট চেক করার ২ টি পদ্ধতি। যে পদ্ধতি গুলির মাধ্যমে ঘরে বসে এসএসসি রেজাল্ট বের করা সম্ভব। খুব সহজ ভাবেই রেজাল্ট পেয়ে যাবেন এই পদ্ধতি গুলি ফলো করে। আশাকরি আমাদের এই আর্টিকেল অভিভাবক ও শিক্ষার্থীদের উপকার করবে।

আর্টিকেল টি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আপনার বন্ধু বান্ধব বা Ssc Candidate যারা আছে তারা যাতে খুব সহজেই তাদের রেজাল্ট চেক করতে পারে। কোন মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি করবেন। ধন্যবাদ

Back to top button