রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
দীর্ঘ অপেক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে অনলাইনে।
উত্তরবঙ্গ তো বটেই, দেশসেরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। পদ্মার কোলঘেষে ছোট অথচ চমৎকার এক শহরের পাশেই অবস্থিত রাবি ক্যাম্পাসের পরিবেশও দারুণ মনোরম। সবকিছু মিলিয়েই কিশোর-কিশোরীদের উচ্চশিক্ষার স্বপ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয় পায় অন্যরকম একস্থান। তবে শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, তার সঙ্গে চাই কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ে ভর্তিযুদ্ধের প্রস্তুতি। আর সে যুদ্ধে অবতীর্ণ হওয়ার নিয়মগুলোও জেনে নেওয়া জরুরী।
বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও খ্যাতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। সবুজে ঘেরা বিশাল এই ক্যাম্পাস দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করে। গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং একাডেমিক উৎকর্ষের জন্য বিশ্ববিদ্যালয়টি বিশেষভাবে সুপরিচিত।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
প্রতি বছর সাধারণত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায়। গত বছরের মাঝামাঝি প্রকাশিত হওয়ার কথা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ প্রকাশিত হয়েছে চলতি বছরে ফেব্রুয়ারীর ২২ তারিখে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ গিয়ে যে কোন যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী ঘরে বসেই নিজের পছন্দের ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নিজের আবেদনটি করে ফেলতে পারবে।
আবেদনের যোগ্যতা
২০২৪ সালে উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তবে উচ্চ মাধ্যমিক সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট ধারী শিক্ষার্থীদের বাইরে কেউ আবেদন করতে পারবে না। এ ছাড়া ডিপ্লোমা ইন কমার্স, বিএফএ (প্রাক), ভোকেশনাল এবং এ লেভেলে উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
১) বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক /সমমান ও উচ্চ মাধ্যমিক /সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫০/৫.০০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
২) বানিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক /সমমান ও উচ্চ মাধ্যমিক /সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫০/৫.০০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
৩) মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক /সমমান ও উচ্চ মাধ্যমিক /সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৩.৫০/৫.০০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
তিন বিভাগেরই ফলাফলে চতুর্থ বিষয় বিবেচনা করে জিপিএ গণনা করা হবে।
এছাড়া ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের আবেদনের জন্য O লেভেলে ন্যুনতম ৫ টি বিষয়ে এবং A লেভেলে ন্যুনতম ২ বিষয়ে উত্তীর্ণ হতে হবে। একই সাথে O এবং A লেভেলের মোট ৭ টি বিষয়ের মধ্যে অন্তত ৪ টি বিষয়ে ন্যুনতম B গ্রেড এবং ৩ টি বিষয়ে ন্যুনতম C গ্রেড পেতে হবে।
Rajshahi University admission Circular PDF
রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন করার নিয়ম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ অনুসারে তিনটি পর্যায়ে ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
১) ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট http://admission.ru.ac.bd এ গিয়ে ভর্তি ফরমে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে যে ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক, সে ইউনিটে সাবমিট করতে হবে। অনলাইনে এই প্রাথমিক আবেদন করা যাবে মার্চ ৭, ২০২৫ তারিখ দুপুর ১২ ঘটিকা হতে মার্চ ১৮, ২০২৫ তারিখ রাত ১২ ঘটিকা পর্যন্ত।
২) প্রাথমিক আবেদনের মধ্যে তথ্য যাচাই বাছাই করে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানকারী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়ে প্রতি ইউনিটে সর্বোচ্চ ফলাফল ধারী ৪৫,০০০ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
প্রাথমিক আবেদনের ফলাফল দেয়ার পর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের চুড়ান্ত আবেদন এবং পরীক্ষার ফি প্রদান করতে হবে। মার্চ ২৩, ২০২৫ তারিখ দুপুর ১২ ঘটিকা হতে মার্চ ৩১, ২০২৫ তারিখ রাত ১২ ঘটিকার মধ্যে অবশ্যই চূড়ান্ত আবেদন এবং পরীক্ষার ফি প্রদান করতে হবে, অন্যথায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৩) কেউ যদি একাধিক ইউনিটে আবেদন করে, তাহলে আবেদনকারীকে অবশ্যই আলাদাভাবেই সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার রুটিন যদিও এখনো প্রকাশিত হয়নি তবে সাধারণত ৩ শিফটে রাবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকেঃ
(ক) সকাল ৯.৩০ হতে বেলা ১০.৩০
(খ) দুপুর ১২ হতে দুপুর ১
(গ) বিকেল ৩ হতে বিকেল ৪ পর্যন্ত ।
ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনের জন্য আবেদন ফি ৫৫ টাকা, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের চুড়ান্ত আবেদনের ফি প্রতি ইউনিটে ১১০০ টাকা। মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর পেমেন্ট অপশনের মাধ্যমে এই আবেদন ফি প্রদান করতে হবে।
রকেট এ্যাপসের পেমেন্ট অপশন থেকে অথবা মোবাইল ডায়ালের মাধ্যমে *৩২২# ডায়াল করে ৩৭৭ নম্বরের বিল আইডি থেকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। কনফার্মেশন মেসেজ থেকে ট্রানজেকশন আইডি নাম্বার অবশ্যই সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য যে, চুড়ান্ত আবেদন ফি’র উপরে ১০% সার্ভিস চার্জও প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষা পদ্ধতি
- পরীক্ষার ধরন: এমসিকিউ এবং লিখিত।
- মোট নম্বর: ১০০।
- বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:
- বাংলা: ২০
- ইংরেজি: ২০
- নির্ধারিত বিষয়: ৬০
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলাফল
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে। ফলাফল প্রকাশিত হওয়ার পর পর্যায়ক্রমে মেধাতালিকা এবং অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
ভাইবায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
শেষ কথা
গত দুই বছর ধরেই বিশ্ববিদ্যালয় গুলো শুধু একবারই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। তাই আগের মত এক বছর অপেক্ষা করে আগামী বছর পরীক্ষায় অংশগ্রহণ করার কোন সুযোগ নেই। তাই একমাত্র সুযোগ যাতে কোনভাবেই নষ্ট না হয়, সে জন্যই আমাদের সহজ ভাবে ভর্তি আবেদন প্রক্রিয়া জানানোর এই প্রচেষ্টা।