নরমেন্স খেলে কি মাসিক বন্ধ হয় বিস্তারিত জানুন

নরমেন্স খেলে কি মাসিক বন্ধ হয় – নরমেনস হলো একটি নরইথিস্টেরন এসিট্যাট জেনেরিক ঔষধ। যেই ঔষধটি বাংলাদেশ রেনেটা লিমিটেড কোম্পানি বাজারজাতকরণ করে থাকে। এই ঔষধটি বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয়। তবে এটি মূলত মাসিক এবং ত্রুটিপূর্ণ জরায়ু সম্পর্কিত রোগ নিরাময় করতে বেশি ব্যবহার করা হয়।
তাই এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত জেনে রাখা ভালো। কারণ বলা যায় না কখন কার কোন ঔষধটি কাজে লাগবে। এই মেডিসিনটির উপকারিতা কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেখান থেকে আপনারা এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। তাই পোস্টটি অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। আশা করি আপনাদের উপকারে আসবে।
বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একটা রেনেটা কম্পানির ওষুধ নরমেন্স। এই রকম বিভিন্ন্য কোম্পানির বিভিন্ন্য নামে আছে। এটি নারীদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়, যেমন বিশেষ অনুষ্ঠান, ভ্রমণ বা ধর্মীয় কারণে মাসিক বিলম্বিত করা। এই ব্লগে নরমেনস ট্যাবলেট সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে, যাতে আপনার সব প্রশ্নের উত্তর পেতে পারেন।
নরমেনস ট্যাবলেট সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ সঠিক দোষ এবং সময় মেনে সেবন না করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে।
নরমেন্স খেলে কি মাসিক বন্ধ হয়
আমাদের মাঝে এখন অনেকেই আছেন যারা জানতে চাই নরমেন্স খেলে কি মাসিক বন্ধ হয় কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে না, নরমেন্স ট্যাবলেট সেবনে পিরিয়ড বন্ধ হয় না। কারন এই ওষুধটি গর্ভাবস্থায় গর্ভপাত ঘটাতে ব্যবহার হয়ে থাকে। এটি গর্ভধারণকারী টিস্যুকে নরম করে এবং গর্ভাশয়ের মধ্যে সংকোচন ঘটিয়ে টিস্যু গুলোকে বাহিরে বের করে দেয়।
নরমেন্স ওষুধ সেবনের পর পিরিয়ডের চক্র নিয়মিত হইতে কিছুটা সময়তো লাগবেই। তবে কিছু কিছু ক্ষেত্রে, নরমেন্স ওষুধ ব্যবহারের পর জটিল পার্শ্বপ্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট, বুকে ব্যথা, তীব্র পেট ব্যথা, যা দীর্ঘস্থায়ী হয়, মধ্যে কোনটি তীব্র হয় বা দীর্ঘস্থায়ী হয়, মাথা ঘোরা, চেতনা হারানো, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া জ্বর (১০০.৪°F বা তার বেশি) তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি।
মনে রাখাটা জরুরি যে, নরমেনস ট্যাবলেট কিন্তু একটি প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ। এই ওষুধ সেবন করার আগে আপনাকে একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বা সেবন করা উচিত। আর যদি এই নরমেস ট্যাবলেটটি খাওয়া বন্ধ করে দেন তাহলে আবার ২-১ দিনের মধ্যেই আপনার মাসিক হবে এবং তার স্বাভাবিক হয়ে যাবে।
নরমেন্স খাওয়ার কতদিন পর পিরিয়ড হয়
আমরা হয়তো ইতিমধ্যে জেনে নিয়েছি যে যেসব মেয়েদের পিরিয়ড অনিয়মিত তাদের পিরিয়ড নিয়মিত করার জন্যে এই নরমেনস ট্যাবলেট সেবন করতে হয়। কিন্তু এ পর্যায়ে বা অনেকের মনের মধ্যে একটি প্রশ্ন জাগতেই পারে যে, নরমেনস ট্যাবলেট সেবন করার কতদিন পর পিরিয়ড শুরু হয়?
এই প্রশ্নের উত্তর হল মূলত নরমেন্স ওষুধ মাসের শুরুতে খাওয়া শুরু করার পরে টানা ২১ থেকে ২২ দিন খাওয়া হয়ে গেলে পরবর্তী সপ্তাহের মধ্যে পিরিয়ড শুরু হয়। মাসের ২৩তম দিন থেকে যেকোন দিন পিরিয়ড শুরু হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা পিরিয়ড নিয়মিত করার লক্ষ্যে এই ট্যাবলেটটি টানা ২১-২২ দিন খাওয়ার পরে পরবর্তী ৭-৮ দিন না খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
মূলত এই ৭-৮ দিনের মধ্যে পিরিয়ড শুরু হয়ে যায়। তবে, অনেকের ক্ষেত্রে এর বেশি সময়-ও লাগতে পারে। কিন্তু পিরিয়ড যদি শুরু না হয় তাহলে অবশ্যই একজন নিবন্ধিত গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়াটা জরুরী। আশা করছি, নরমেন্স খাওয়ার কতদিন পর পিরিয়ড হয় সেটি জানতে পেরেছেন।
নরমেন্স ট্যাবলেট কতদিন খেতে হয়? এই প্রশ্নটি অধিকাংশ মানুষই করে থাকে। মূলত এই ওষুধ আপনাকে কতদিন খেতে হবে এটা অনেকটাই নির্ভর করবে আপনার সমস্যার ধরনের উপর। যাদের পিরিয়ড অনিয়মিত তাদের ক্ষেত্রে প্রতি ১ মাসে টানা ২১ দিন খেতে হয় এবং পরের ১ সপ্তাহ বাদ দিতে হয়। এই ওষুধটি ৩ মাসের জন্য নির্দেশিত হয়।
কিন্তু এটা নির্দিষ্ট না কারণ আপনার সমস্যার ধরণ অনুযায়ী একজন নিবিন্ধিত চিকিৎসক একটা নির্দিষ্ট সময়ের জন্য এই নরমেন্স ট্যাবলেট সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তাই আপনাকে অবশ্যই এ বিষয়ে চিকিৎসক এর সাথে জরুরিভাবে পরামর্শ করে নিতে হবে। তাহলে তিনিই আপনার সমস্যার ধরন অনুযায়ী নরমেন্স ট্যাবলেট কতদিন খেতে হবে নির্দিষ্ট সময় জানিয়ে দিতে পারবে।
নরমেনস ট্যাবলেট খেলে কি গর্ভপাত হয়
নরমেনস ওষুধ যেহেতু এক ধরনের হরমোন জাতীয় ওষুধ সেহেতু যেসব মহিলাদের অনিয়মিত পিরিয়ড রয়েছে এবং এটি পিরিয়ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাই গর্ভকালীন সময়ে নরমেনস ট্যাবলেট এড়িয়ে চলা উত্তম। কোনো মহিলা যদি গর্ভকালীন সময়ে এই ট্যাবলেট খেয়ে ফেলে, তাহলে তার গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নরমেনস ট্যাবলেটটি গর্ভকালীন সময়ে নকল গর্ভবতীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই অবশ্যই একজন বিশেষ চিকিৎসকের পরামর্শ ব্যতিত এই ট্যাবলেটটি কখনোই সেবন করা উচিত নয়।
নরমেনস ট্যাবলেট খাওয়ার কারণ হলো অনিয়মিত মাসিকের সমস্যা থেকে মুক্তি। যার কারণে গর্ভবতী হলে নরমেন্স ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নেই।গর্ভবতী অবস্থায় যদি কোন ট্যাবলেট খাওয়া চালিয়ে যায় তাহলে তার গর্ভের শিশুর ক্ষতি হতে পারে।
নরমেন্স গর্ভাবস্থায় খেলে কি হয়
বিশেষ করে যারা প্রথম গর্ভধারণ করেন তাদের মধ্যে এই প্রশ্নটি জাগে সেটি হচ্ছে গর্ভাবস্থায় নরমেন্স ট্যাবলেট খেলে কি হয়। মূলত আজকে তাদের কথা ভেবেই পোষ্টের এই অংশে এই বিষয়ে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাকে সঠিক বা কার্যকর তথ্য জানতে হলে মনোযোগ দিয়ে পড়া আবশ্যক।
নরমেন্স গর্ভাবস্থায় খেলে কি হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে গর্ভাবস্থায় এই ওষুধ সেবন করলে আপনার গর্ভের সন্তান নষ্ট হওয়ার প্রবনতা থাকে। গর্ভকালীন সময়ে একজন নারী মানসিক, শারীরিক ও হরমোনের নানান পরিবর্তন সাধিত হয়। গর্ভাবস্থায় কোন ধরণের ক্ষতিকার বা হরমোনাল উদ্দীপক কোন প্রকার ট্যাবলেত বা ওষুধ সেবন করা মোটেও উচিত নয়।
এ সময়ে এ ধরণের ওষুধ সেবন করলে আপনার গর্ভের সন্তানের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বাচ্চা মারা-ও যেতে পারে। তাই গর্ভকালীন সময়ে কোন ভাবেই এই পিল বা ট্যাবলেট সেবন করবেন না। আশা করছি নরমেন্স ট্যাবলেট গর্ভাবস্থায় খেলে কি হয় এ বিষয়ে আপনারা বুঝতে ও জানতে পেরেছেন। এর পাশাপাশি তা বাস্তব জীবনে উপলব্ধি করার চেষ্টা করবেন।
এই পোস্টে আমরা যেসব নির্দেশনা দেয়েছি সেগুলো আপনি যদি বাস্তব জীবনে উপলব্ধি করে চলতে পারেন, তাহলে এ ধরনের সমস্যায় আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়তো পড়বে না।
নরমেনস ট্যাবলেট খেলে কি হয়
আমরা এতক্ষন নরমেনস ট্যাবলেট এর কাজ কি সেই সম্পর্কে আলোচনা করে জানিয়ে দিয়েছি। এরপরেও অনেকেই Normens ট্যাবলেট খেলে কি হয় এই প্রশ্নটি করেছেন এবং সেই সম্পর্কে জানতে চেয়েছেন। নরমেনস ট্যাবলেট খেলে মেয়েদের মাসিক অনিয়মিত হলে মাসিক নিয়মিত করতে সাহায্য করে। তবে অনেক ক্ষেত্রে অনেকের একটি পরিপূর্ণভাবে কাজ নাও করতে পারে।
সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী। এছাড়াও নরমেনস ট্যাবলেট খেলে ঋতুস্রাব সময় মাইগ্রেন পেইন, মাথাব্যথা হওয়া, হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া, বিভিন্ন মানসিক সমস্যা ইত্যাদি দূর হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু মেয়েদের ঘন কালো রক্তপাত হয়।
এক্ষেত্রে নরমেনস ট্যাবলেট খেলে এটি স্বাভাবিক হয়ে যায়। তবে জরুরীভাবে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গর্ভকালীন সময়ে ভুল করেও এই ওষুধ খাওয়া যাবে না। কেননা, এই সময়ে নরমেনস ট্যাবলেট খেয়ে ফেললে গর্ভবতী মা এবং গর্ভের শিশু উভয়ের জন্য ক্ষতি হতে পারে।
নরমেনস ট্যাবলেট খেলে মূলত যে কাজটি হয় সেটি হলো মেয়েদের অনিয়মিত মাসিক থাকলে সেটি নিয়মিত হয়। তবে এটি অনেক ক্ষেত্রে হতে নাও পারে। আবার অনেক সময় দেখা যায় মেয়েদের মাসিক হওয়ার পরে মাঝে মাঝে ঘন ঘন কালো রক্তপাত হয় এক্ষেত্রে নরমেনস ট্যাবলেট খেলে এটি ঠিক হয়ে যায়।
নরমেনস ট্যাবলেট এর উপকারিতা
নরমেনস ট্যাবলেট বিভিন্ন রোগের উপসর্গে ব্যবহৃত হয়ে থাকে। এজন্য আপনারা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন উপকার পাবেন। যেকোন মেডিসিন খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জরুরী। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নরমেনস ট্যাবলেট খেলে কি কি উপকার হয়?
- অতিরিক্ত ঘন ঘন মাসিক স্বাভাবিক করতে পারে।
- অকার্যকর জরায়ু থেকে রক্তপাত বন্ধ করে।
- ঋতুস্রাব জনিত সমস্যা দূর করতে পারে।
- অনিয়মিত মাসিক নিয়মিত করতে পারে।
- ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং বন্ধ করতে পারে।
- মেয়েদের জরায়ুতে রক্তপাতের সমস্যা দূর করে ।
- এই মেডিসিন ব্যবহারে নিজেই মাসিকের তারিখ বা সময় নির্ধারণ করতে পারবেন ইত্যাদি।
নরম্যান্স ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে সেবন করলে এটি নারীদের হরমোনাল থেরাপি হিসেবে কাজ করে। এছাড়াও বেশিরভাগ সময়ই মহিলাদের মাসিকের আগে ধরনের গুলো দেখা দেয় যেমন মাথা ব্যথা, স্তনে ব্যথা, মেজাজ খিটখিটে হওয়া এ সকল সমস্যা উপশমে নরমেন্স ট্যাবলেট খুব উপকারী।
নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম
নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানা জরুরী। চলুন তাহলে নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই। মহিলাদের শরীরের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ নিয়মিত মাসিক হওয়া। তবে অনেক সময়ই অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দেয়।
এই বিষয়টি বেশিরভাগ নারীরা শেয়ার করতে লজ্জা পায় যার কারনে সমস্যার সমাধান মিলে না।তবে অনিয়মিত মাসিক হওয়া অনেক সময় মহিলাদের শরীরে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করতে পারে তাই এই বিষয়ে কখনোই অবহেলা করা উচিত নয়।
মহিলাদের অনিয়মিত মাসিক হলে চিকিৎসকদের নিকট থেকে নরমেন্স ট্যাবলেট সাজেস্ট করা হয়।নরমেলস ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে এটি সেবন করলে মহিলাদের অনিয়মিত মাসিক সমস্যার সমাধান হয়। তাই এটি সেবনের পূর্বে নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানা জরুরী।
১। একই নিয়মে ২১ দিন পর্যন্ত একটানা খেতে হবে।
২। ২১ দিন পর ৭ দিনের জন্য একটি খাওয়া বন্ধ রাখতে হবে। স্বাভাবিকভাবে ৭ দিনের মধ্যেই মাসিক হয়ে যাবে।
৩। মেট্রোপেথিয়া, হেমোরেজিয়া, ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাতের ক্ষেত্রেঃ নরমেনস ট্যাবলেটের ১ টি করে ট্যাবলেট দিনে ৩ বার মোট ১০ দিন খেতে হবে।
৪। অতিরিক্ত ঋতুস্রাব বন্ধ করার জন্য মাসিক চক্রের ১৯ থেকে ২৬ তম দিন পর্যন্ত ১ টি করে নরমেনস ট্যাবলেট দিনে দুই থেকে তিন বার সেবন করতে হবে ইত্যাদি।
মোটকথা এই ট্যাবলেটটি পুরো দিনে ৩টি করে ১ মাসে টানা ২১ দিন সেবন করতে হয়। টানা ২১ দিন সেবন করার পরে পরবর্তী ৭ দিন ওষুধ সেবন বন্ধ রাখতে হয়। আর মূলত পরবর্তী এই ৭ দিনের মধ্যেই পিরিয়ড শুরু হয়। অনেকের ক্ষেত্রে ৭ দিনের বেশি সময় লাগতে পারে আবার অনেকের ক্ষেত্রে কম-ও লাগতে পারে।
এই নিয়ম মেনে ৩ মাস ট্যাবলেট মহিলাদের মাসিক সমস্যার সমাধান হবে। তবে নরমেন্স ট্যাবলেট খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন। এখন চলুন নরমেনস ট্যাবলেট কোন অবস্থায় খাওয়া যাবে না তা জেনে নেই। নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে নেওয়ার পাশাপাশি ডক্সিসাইক্লিন ১০০ খাওয়ার নিয়ম আমাদের মাধ্যমে জেনে নিতে পারেন।
নরমেনস ট্যাবলেট কোন অবস্থায় খাওয়া যাবে না
সাধারণত নরমেনস ট্যাবলেট বিভিন্ন কারণে খাওয়া যায়। কারণভেদে এই ওষুধটি খাওয়ার নিয়মও ভিন্ন হতে পারে। এক্ষেত্রে আপনাকে আপনার কারণ গুলো চিকিৎসকের সাথে পরামর্শ করে নরমেনস ট্যাবলেট সেবন করতে হবে। নরমেনস ট্যাবলেট কোন অবস্থায় খাওয়া যাবে না এ বিষয়ে চিকিৎসকরা যেগুলো সমস্যা থাকলে খাওয়া যাবে না সেগুলো হচ্ছে-
- গর্ভাবস্থায়
- রটার সিনড্রোম হলে
- লিভারের কোন ধরনের সমস্যা থাকলে
- লিভারের টিউমার হলে
- ডুবিন জনসন সিনড্রোম হলে
- ইডিওপ্যাথিক জন্ডিসের গর্ভাবস্থার ক্ষেত্রে
- মারাত্মক চুলকানি অথবা গর্ভাবস্থায় দাঁদ থাকলে ইত্যাদি।
নরমেনস ট্যাবলেট কতদিন খেতে হয়
সিনড্রোম: ঋতুস্রাব এর সময়ে ১ থেকে ৩ টি নরমেনস ট্যাবলেট সেবন করতে হবে।
এন্ডোমেট্রিওসিস: স্বাভাবিক ঋতুঃচক্রের ১ থেকে ৫ দিনের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে। দিনে ২বার ১টি করে ট্যাবলেট শুরু করতে হবে। যা পরবর্তীতে দুটি করে ট্যাবলেট বাড়ানো যাবে। তবে চিকিৎসার কার্যক্রম ৫থেকে ৬ মাস পর্যন্ত চালু রাখতে হবে কোনভাবেই চিকিৎসা বন্ধ করা যাবে না।
অকার্যকর জরায়ু রক্তপাত: এক্ষেত্রে ১টি ট্যাবলেট দিনে ৩ বার করে মোট ১০দিন খেতে হবে এবং অবশ্যই চিকিৎসা ১০ দিনই পূর্ণ করতে হবে।
মাসিকের সময় নির্ধারণ: মাসিকের সময়ে দিনে ২ থেকে ৩ বার ১টি করে ট্যাবলেট সেবন করতে হবে। মাসিক শুরু হওয়ার ৩ দিন পূর্বে এই ওষুধ খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ ২ সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে।
নরমেন্স ট্যাবলেট খেলে কি ওজন বাড়ে
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চান যে, নরমেন্স ট্যাবলেট খেলে কি মোটা হয়? পোষ্টের এই প্যারাতে আমরা এই বিষয়ে সঠিক তথ্য জেনে নিব। নরমেন্স ট্যাবলেট হচ্ছে এক ধরনের হরমোনের ওষুধ যা মাসিক না পিরিয়ডের বিভিন্ন জটিলতা সমস্যা থেকে মুক্তি দেয়।
এক্ষেত্রে এই ট্যাবলেটটি খেলে ওজন বাড়ার সম্ভাবনা রয়েছে। আবার যেসকল মহিলাদের ওজন আগে থেকেই বেশি তাদের সমস্যা সৃষ্টি হতে পারে সুতরাং এই ওষুধটি সেবনের আগে অব্যশই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।
নরমেন্স ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো বেশিরভাগ পরিলক্ষিত হয় অতিরিক্ত সেবনের ফলে। নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম না মেনে যদি মন ইচ্ছা মতো খাওয়া হয় তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের জটিলতার সৃষ্টি করে। বিশেষ করে যারা নরমেন্স ট্যাবলেট এর উপকারিতা জেনে ডাক্তারের কোনো রকম পরামর্শ ব্যতীত অতিরিক্ত সেবন করে থাকেন তারা ইটের পার্শ্ব প্রতিক্রিয়ার ভুক্তভোগী হয় বেশি।
চলুন দেখে নেই নরমেনস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কি:
- প্রচন্ড মাথা ব্যথা
- শ্বাসকষ্ট হতে পারে
- চোখে ঝাপসা দেখা
- ফুসকুড়ি দেখা দিতে পারে
- বমি বমি ভাব হওয়া
- মাইগ্রেন এবং বক্ষব্যাধি দেখা দিতে পারে
- ত্বক ও উপসর্গীয় টিস্যুর রোগ হতে পারে
- ফুসকুড়ি, আর্টিক্যারিয়া
- চোখে ঝাপসা দেখতে পাওয়া
- গর্ভবতী নরম্যান্স ট্যাবলেট ক্ষতি করতে পারে।
- স্নায়ুতন্ত্রের ব্যাধির সমস্যা হতে পারে ইত্যাদি।
normens tablet এর দাম কত
নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানার সাথে সাথে নরমেন্স ট্যাবলেট এর দাম জেনে রাখলে তা আপনার উপকারে আসবে। নারীদের শরীরে হরমোনাল বিভিন্ন রোগের হিসেবে ডাক্তাররা নরমেন্স ট্যাবলেট সাজেস্ট করে থাকেন। নরমেনস নামক একটি বাংলাদেশে রেনাটা ফার্মাসিউক্যালস কর্তৃক উৎপাদিত হয়। বাংলাদেশে নরমেন্স ট্যাবলেট প্রতি পিসের দাম রাখা হয় ৬ টাকা।
নরমেন্স ট্যাবলেট আপনার শরীরের জন্য উপযোগী কিনা নিশ্চিত ভাবে জানতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। normens tablet এর দাম কত তা জেনে নেওয়ার পাশাপাশি mycofree 250 এর দাম কত তা আমাদের মাধ্যমে জেনে নিতে পারেন।
লেখকের শেষ মতামত
পরিশেষে নরমেনস ট্যাবলেট হল একটি হরমোনাল ওষুধ। যা সাধারণত নারীদের গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য ব্যবহার করা হয়। রেনেটা লিমিটেড কর্তৃক প্রস্তুত Normens Tablet মূলত মাসিকের বিভিন্ন সমস্যা যেমন অতিরিক্ত রজস্রাব, মাসিক শুরুর পূর্ববর্তী উপসর্গ এবং এন্ড্রোমেট্রিয়সিসে কার্যকর ভূমিকা পালন করে। এই আর্টিকেলের Normens tablet এর কাজ কি, নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম, নরমেনস ট্যাবলেট এর উপকারিতা, দাম, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে আলোচনা করেছি।
আপনারা ইতোমধ্যেই বুঝতে পারছেন আজকের আর্টিকেলে মহিলাদের জন্য কতটাচ গুরুত্বপূর্ণ। বেশিরভাগ নারীদেরই মাসিক সংক্রান্ত অনেক সমস্যা থাকে। যদিও এটি কোন লজ্জার বিষয় নয় কিন্তু তারপরেও আমাদের সমাজে বেশিরভাগ নারীরাই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে দ্বিধাবোধ করেন।