Notice

গুচ্ছ ভর্তি ফাইনাল আবেদন নিয়ম ২০২১ (বিস্তারিত দেখুন)

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এ বছর গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে চাও বা যারা ইতোমধ্যে প্রাথমিক আবেদন সম্পন্ন করেছ, তোমাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে, এই আবেদনটি দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ বা প্রাথমিক আবেদন প্রক্রিয়া ১ এপ্রিল ২০২১ থেকে শুরু হয়েছে যা চলবে ১৫ এপ্রিল ২০২১ পর্যন্ত, এটি হয়ত কমবেশি সকলেই জানো।

কিন্তু সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যেহেতু এ বছর এইচএসসি পরীক্ষায় অধিক সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তাই সীমিত সংখ্যক শিক্ষার্থীকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। প্রাথমিক আবেদনে নির্বাচিত শিক্ষার্থীরা কীভাবে ফাইনাল আবেদন করবে সেটি নিয়েই আমাদের আজকের আলোচনা। এসো শুরু করা যাক।

গুচ্ছ ভর্তি ফাইনাল আবেদন ২০২০-২১

তোমরা সকলেই হয়ত জানো যে, এ বছর ২০টি বিশ্ববিদ্যালয় একটি সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে একমত হয়েছে। যার নাম দেয়া হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই পদ্ধতিতে একজন পরীক্ষার্থী কেবল মাত্র একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেই তার মেধা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এজন্য প্রথমেই পরীক্ষার্থীদেরকে গুচ্ছ ভর্তির জন্য আবেদন করতে হবে।

এই আবেদনটিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপটি হল প্রাথমিক আবেদন প্রক্রিয়া যেখানে একজন শিক্ষার্থী যথানিয়মে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র দাখিল করতে পারবে। এই আবেদন প্রক্রিয়া আগামী ১৫ এপ্রিল ২০২১ পর্যন্ত চলমান থাকবে। তাই আমরা অনুরোধ করব, যারা এখনো প্রাথমিক আবেদনটি সম্পন্ন কর নি, তারা খুব দ্রুত প্রাথমিক আবেদন সম্পন্ন করে ফেল অন্যথায় তোমরা ফাইনাল আবেদন বা ভর্তি পরীক্ষা কোনটিতেই অংশ নিতে পারবে না।

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন

প্রাথমিক আবেদন প্রক্রিয়াটি শেষ হলে কর্তৃপক্ষ মেধার ভিত্তিতে প্রতিটি ইউনিটের জন্য নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীকে নির্বাচন করবেন। প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ১,৫০,০০০ পরীক্ষার্থী অংশ নিতে পারবে। এই শিক্ষার্থীদের নির্বাচনের জন্য ছয়টি জিনিস বিবেচনা করা হবে যার মধ্যে রয়েছে পরীক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি এর জিপিএ এবং মোট নম্বর।

যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ধারণক্ষমতা মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে কম, এ কারণেই কর্তৃপক্ষ নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপও অনেকটা কমে আসবে।

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

শিক্ষার্থী নির্বাচন শেষ হলে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী ২৩ এপ্রিল ২০২১ অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। তোমরা যারা গুচ্ছ ভর্তির জন্য প্রাথমিক আবেদন নির্ধারিত সময়ের মধ্যে করবে, তাদের উচিত হবে নির্ধারিত তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখা যাতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের সাথে সাথে তোমরা তা হাতে পেয়ে যাও। তোমাদের সুবিধার জন্য আমরা নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাটি চেক করার সহজ পদ্ধতি জানিয়ে দিচ্ছি।

  • নির্ধারিত তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন কর।
  • ওয়েবসাইটের নোটিশ সেকশনে গিয়ে প্রাথমিক আবেদন ফলাফল এ ক্লিক কর।
  • সেখান থেকেই তোমরা পেয়ে যাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা। তালিকার সাথে তোমার রোল নম্বরটি মিলিয়ে দেখে নাও তুমি ফাইনাল আবেদন করার যোগ্য কিনা।

কিন্তু যারা আরো সহজে এই ফলাফলটি পেতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশের দিন একই সাথে আমাদের ওয়েবসাইটেও তোমরা এই নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাটি পেয়ে যাবে খুব সহজেই। চাইলে এখান থেকেও তা ডাউনলোড করে নিতে পারো।

গুচ্ছ ভর্তি ফাইনাল আবেদনের প্রক্রিয়া

তোমরা যারা প্রাথমিক আবেদনে নির্বাচিত হবে, তারাই কেবল ফাইনাল আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এই আবেদনটিও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তোমরা যাতে ফাইনাল আবেদনটি করতে গিয়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হও, সেজন্য আমরা ফাইনাল আবেদনের নিয়মগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি।

এই পদ্ধতি অনুসরণ করে ফাইনাল আবেদনটি সম্পন্ন করলে তোমরা খুব সহজেই আবেদন প্রক্রিয়াটি নির্ভুলভাবে শেষ করতে পারবে। প্রতিটি ধাপ খুবই মনোযোগ সহকারে পড়বে এবং সে অনুযায়ী আবেদনটি করবে। তাহলে দেখে নাও নিয়মগুলো।

  • গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন কর।
  • সেখান থেকে চূড়ান্ত আবেদন অপশনটিতে ক্লিক কর।
  • এরপর চূড়ান্ত আবেদন ফর্মে তোমার বিস্তারিত তথ্য প্রদান করে সেটি সাবমিট কর।
  • ফরমের সাথে তোমার ছবি বা স্বাক্ষর যেটি যেভাবে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী আপলোড কর।
  • এ প্রক্রিয়া শেষ হলে তুমি আবেদনের একটি প্রিভিউ দেখতে পাবে। এই প্রিভিউটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবে।
  • এরপর তোমাকে আবেদনের ফি পরিশোধ করতে হবে। এজন্য তুমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্ধারিত ফি আবেদনের ৭২ ঘন্টা সময়ের মধ্যে পরিশোধ কর। অন্যথায় তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে।

ব্যস, হয়ে গেল গুচ্ছ ভর্তি চূড়ান্ত আবেদন। এবার যথাসময়ে প্রবেশ পত্র ডাউনলোড করে নিলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সে ব্যাপারে চূড়ান্ত নির্দেশনা আমরা যথাসময়ে তোমাদের জানিয়ে দেব।

শেষ কথা

তোমরা যারা গুচ্ছ ভর্তি ফাইনাল আবেদনের নিয়ম সম্পর্কে বিস্তারিত খুঁজছিলে, আশা করি তোমরা কাঙ্ক্ষিত তথ্যগুলো পেয়ে গেছ। আগামীতে এ সংক্রান্ত যেকোন তথ্য প্রকাশিত হওয়ামাত্রই আমরা তোমাদেরকে তা জানিয়ে দিতে চেষ্টা করব। কাজেই, আমাদের ওয়েবসাইটে চোখ রাখতে ভুলবে না। তোমাদের উচ্চশিক্ষার পথ সুগম হোক সেই কামনায় আজকে এখানেই শেষ করছি।

admin

We are here to help Help Students Who Looking For Information About Integrated (Combined) Admission Circular, Requirement, Seat Number, Online Application process and Admission. This Website Information Collect From official Notice and Others Sources.
Back to top button