Result

SSC রেজাল্ট চেক করার নিয়ম জেনে নিন

প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ,,,

আশাকরি অনেক ভালো প্রস্তুতি নিয়েই তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। এসএসসি পরীক্ষার পর খুব দ্রুত তিন মাস চলে যায় এর পর চলে আসে রেজাল্ট। রেজাল্ট আসলে আমরা ভাবি কিভাবে রেজাল্ট দেখে যায়। কিভাবে রেজাল্ট বের করা যায় এবং রেজাল্ট বের করার নিয়ম কি। কম্পিউটার দোকানে গিয়ে রেজাল্ট জানতে অনেকে সাচ্ছন্দবোধ করে না। তাই আজকের এই আর্টিকেলে শিখাবো কিভাবে রেজাল্ট দেখতে হয় এবং রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে।

নিয়মগুলো ফলো করার মাধ্যমে এসএসসি শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের রেজাল্ট দেখে নিতে পারবে। কোন জটিলতা ছাড়াই রেজাল্ট জেনে নেয়া যাবে খুব সহজেই। তাই আজকে জানাতে চলে এলাম রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে। আসুন আর্টিকেলটি পড়ে জেনে নেই রেজাল্ট দেখার নানান নিয়ম সমূহ।

আর শিক্ষার্থীদের বলবো রেজাল্ট যেটাই আসুক না কেন সেটা নিয়ে বাড়াবাড়ি যাতে না হয়। অনেকের রেজাল্ট খারাপ হলে পাগলের মত হয়ে যায়। অনেকে তো আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না। এসব কখনোই উচিত না আমাদের জন্য। এসএসসি রেজাল্ট ভালো হবে খারাপ হবে পাস বা ফেল আসবে এসব স্বাভাবিক। এই রেজাল্টের জন্য এত কিছু করার দরকার নেই। সামনে ভালো করলেই হবে। রেজাল্ট ভবিষ্যৎ নির্ণয় করে না বর্তমানে তো কোনভাবেই না। তাই পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করবে। রেজাল্ট যাই আসুক সেটাতেই সন্তুষ্ট থাকবে।

এসএসসি রেজাল্ট চেক

এসএসসি রেজাল্ট চেক করা এখন খুবই সহজ। কিছু নিয়ম ফলো করলেই বাসায় বসেই রেজাল্ট দেখে ফেলা যায়। কম্পিউটার দোকানে যাওয়ার কোন প্রয়োজন নেই। হাতে থাকা মোবাইল দিয়েই এখন রেজাল্ট চেক করা যায়। বর্তমান সময়ে সবাই মোবাইল ব্যবহার করে আর মোবাইল দিয়েই এখন রেজাল্ট বের করা যায়। আসুন জেনে নেই কিভাবে মোবাইল দিয়ে রেজাল্ট বের করতে হয়। মোবাইল দিয়ে রেজাল্ট বের করার নিয়মগুলোও জেনে নেয়া যাক।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

মোবাইল থেকে রেজাল্ট দেখার ২ টি নিয়ম আছে। একটি SMS এর মাধ্যমে আরেকটি ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে। আর এই দুটি পদ্ধতিই খুব সহজ। এই দুটি পদ্ধতিতে খুব সহজেই ঘরে বসে নিজের রেজাল্ট নিজেই চেক করে নেয়া যাবে।

আসুন এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জেনে নেই।

SMS দিয়ে রেজাল্ট চেক

মোবাইল হোক বাটন মোবাইল অথবা স্মার্ট মোবাইল SMS থেকে নিজের রেজাল্ট, পয়েন্ট জানা একদম সহজ। তবে এই sms কিভাবে করতে হবে তার নিয়মটা জেনে নিতে হবে।

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে হলে সর্বপ্রথম যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে। সেখানে একটি মেসেজ লিখতে হবে,,

SSC লেখার পর <space বা স্পেস> Board <space বা স্পেস> Roll <space বা স্পেস> 2024 লিখে মেসেজটি সেন্ড করুন।

যে নাম্বারে সেন্ড করবেন সেই নাম্বারটি মূলত “16222” এই নাম্বারে সেন্ড করতে হবে।

এভাবে sms এর মাধ্যমে রেজাল্ট পাওয়া খুব সহজ।

প্রসেস টিঃ SSC<space> Board <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।

আসুন জেনে নেই কোন জেলার জন্য কি কোড লেখে রেজাল্ট জানতে হবে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট জানার জন্য SMS পদ্ধতি অনেক সহজ পদ্ধতি আর sms পদ্ধতি ব্যবহার করে কিভাবে নানান বোর্ডের রেজাল্ট জানতে হবে সেটাও শেয়ার করবো।

অনেকে বোর্ডের সর্টনেম দিয়ে রেজাল্ট বের করতে পারেন না। বোর্ডের সর্টনেম গুলি যথাক্রমে,,, DHA, BAR, CHI, CUM, DIN, JES, MYM, RAJ, SYL ও মাদ্রাসাঃ (MAD) কারিগরিঃ (TEC)

যে বোর্ডের সেই বোর্ডের সর্টকোড দিতে হবে যেমন Dhaka হলে DHA আর সিলেট হলে SYL আর যদি কারিগরি শিক্ষাক্রমের আওতাধীন থাকে তাহলে TEC লিখতে হবে। আর যদি মাদ্রাসা শিক্ষাক্রমের আওতাধীন হয় তাহলে MAD লিখতে।

বিস্তারিত,,,

Dhaka বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC DHA 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> DHA <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

বরিশাল বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC BAR 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> BAR <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

Chittagong বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC CHI 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> CHI <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

কুমিল্লা বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC CUM 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> CUM <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

দিনাজপুর বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC DIN 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> DIN <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

যশোর বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC JES 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> JES <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

ময়মনসিংহ বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে

Example: লিখুন SSC MYM 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> MYM <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

রাজশাহী বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC RAJ 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> RAJ <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

সিলেট বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC SYL 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> SYL <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

মাদ্রাসা বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC MAD 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> MAD <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

কারিগরি বোর্ডের জন্য SSC ডিএইচএ রোল ইয়ার এবং 16222 নম্বরে পাঠান

Example: লিখুন SSC TEC 906260 2024 সেন্ড করুন 16222 নম্বরটিতে। অর্থাৎ “SSC<space> TEC <space> Roll <space> 2024 টাইপ করে সেন্ড করুন 16222 Number টিতে।”

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক কারার পদ্ধতি বলার আগে ওয়েবসাইট টির লিঙ্ক দেই।

এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে হলে সর্বপ্রথম (http://www.educationboardresults.gov.bd/)

এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর সামনে অনেক অপশন আসবে।

এই ওয়েবসাইটে অর্থাৎ BD শিক্ষা মন্ত্রণালয়ের official সাইটে প্রবেশ করার পর যদি এসএসসি রেজাল্ট চেক করতে চান তাহলে,,

Examination এর code টিতে এসএসসি/SSC option টি Select করতে হবে।

এরপর ইয়ার/year নামক লেখায় চাপ দিয়ে যে বছরের রেজাল্ট অর্থাৎ ২০২৪ select করতে হবে।

এবার দিতে হবে বোর্ড। কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন সেটি Board এ Select করে নিবেন।

এরপর রোল নং, Roll নাম্বারটি সঠিকভাবে টাইপ করতে হবে।

তারপর, Reg: No অর্থাৎ রেজিস্টার/রেজিস্ট্রেশন নাম্বারটো বসিয়ে দিতে হবে। সঠিকভাবে কাজগুলো সম্পন্ন করতে হবে।

এ কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আপনি রোবট না মানুষ সেটা কেপচা করার জন্য একটু ছোট ম্যাথ করতে হবে।

2+4 অথবা যেকোন সংখ্যার যোগফল নির্ণয় করে বসিয়ে দিতে হবে। অবশেষে সাবমিট বাটনে চাপ দিলেই রেজাল্ট চলে আসবে।

আর এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে ওয়েবসাইট ব্যবহার করে এসএসসি রেজাল্ট বের করা যায়। ওয়েবসাইটে দেয়া রেজাল্টে প্রতিটি সাবজেক্ট এর গ্রেড থাকবে এবং সেই রেজাল্ট কে প্রিন্টআউট করা যাবে। তাই ওয়েবসাইট থেকে করে নিজের রেজাল্ট প্রিন্ট করে হাতেও পাওয়া খুব সহজ।

Back to top button