Uncategorized

বাংলালিংক সিমের নাম্বার দেখবো কিভাবে? – বাংলালিংক প্রয়োজনীয় কোড

প্রিয় পাঠকবৃন্দ, প্রতিবারের মতো এবারও চলে এলাম আপনাদের নতুন কিছু শিখাতে যা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকের এই আর্টিকেলে আমরা জানাবো কিভাবে বাংলালিংক সিম ব্যবহার করে সিমের নাম্বার চেক করতে হয়। কিভাবে টাকা/ব্যালেন্স চেক করতে হয়। এছাড়াও ইমারজেন্সি, মিনিট, এমবি এসব কিভাবে চেক করবেন তা নিয়েই আলোচনা করবো। আমরা অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করলেও কোন সময় কোন কোড ইউজ করতে হবে তা জানা থাকে না। অনেকসময় ভুলেও যাই যার কারণে মাঝে মধ্যে বিপর্যস্ত হতে হয়। তাই এখন প্রয়োজনীয় কোড গুলি জেনে রাখুন যাতে যথাসময়ে কাজে লাগাতে পারেন।

বর্তমানে গ্রামীণফোনের পাশাপাশি বাংলালিংক সিম মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারনেট সেবার জন্য এয়ারটেলের পরই বাংলালিংক বেশি জনপ্রিয় ও সব জায়গায় available একটি সেবা। বাংলালিংক ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং নতুন ইউজাররাও যুক্ত হচ্ছে। বাংলালিংকের ইন্টারনেট সেবা ভালো বলা হয়। তবে আজকের বিষয়টি হলো কিভাবে বাংলালিংক সিম ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জানবেন। 

অনেকেই বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড জানেন না। তারা নতুন সিম কিনেও সমস্যার সম্মুখীন হয়। কি কোড দিয়ে নাম্বার চেক, ব্যালেন্স চেক, এমবি চেক করতে হয় তা না জানার কারণে সময়মতো তা বের করা যায়না। তাই এখন আর সমস্যা নেই সকল সমাধান একটি আর্টিকেলে। 

বাংলালিংক নাম্বার টাকা চেক

অনেকসময় নিজ মোবাইলের নাম্বার বের করতে হয়। রিচার্জ করতে বা কাউকে দেবার জন্য কিংবা যেকোন প্রয়োজনে আমাদের সিমের নাম্বার টা বের করতে হয়। অনেকে বাংলালিংক সিম দিয়ে কিভাবে নাম্বার চেক করতে হয় তা জানেন না। প্রসেসটি ফলো করুন,,, 

বাংলালিংক সিমের নাম্বার চেক করতে হলে আপনাকে মোবাইল ডায়াল প্যাডে চলে যেতে হবে। সেখানে গিয়ে *511# ডায়াল করে কল অপশনে ক্লিক করুন। ডায়াল করার সাথে সাথেই আপনার নাম্বার সো করবে। তবে অবশ্যই মোবাইলফোনে সিম থাকতে হবে। 

বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স

বিপদের কোন হাত পা নেই। কখন কোনসময় প্রয়োজন এসে হাজির হয় তারও ঠিক ঠিকানা নেই। আমরা অনেক সময় এমন বিরম্বনায় পড়ি যে টাকা থাকে না কিন্তু কল দিতেই হবে। তখন আমরা ইমারজেন্সি আনতে চাই। আর ঠিক তখনই যদি আপনি ভুলে যান ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে আনতে হয় তাহলে কেমন বিপদে পড়বেন বলুন তো? তাই এটি জেনে রাখা উচিত কখন ইমারজেন্সি ব্যালেন্স আনতে হয় তাই জেনে নিন। 

বাংলালিংক সিম থেকে ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে প্রথমে মোবাইল ডায়াল প্যাডে যান। সেখানে ডায়াল করে কল করুন *121*5# নাম্বারে এবং নিয়ে নিন ইমারজেন্সি ব্যালেন্স। 

বাংলালিংক নাম্বার মিনিট কিনার নিয়ম

বর্তমানে একটি জটিল সমস্যা হলো কলে ব্যালেন্স কাঁটা। এখন কম সময় কথা বললেও ব্যালেন্স বেশি খরচ হয়। তাই অনেক সময় মিনিটই ভালো অপশন মনে হয়। যদিও মিনিট ব্যবহার এ একটি সমস্যা হলো মেয়াদ জাতীয় সমস্যা তবে বেশিক্ষণ কথা বলার জন্য ব্যালেন্স থেকে মিনিট ব্যবহার বেশি ভালো। তাই জেনে নিন মিনিট কিনার নিয়ম,, 

প্রথমে ফোনের ডায়ালপ্যাডে প্রবেশ করুন এবং *888# ডায়াল করে নিজের পছন্দ মত মিনিট কিনে নিন। তবে সিম মোবাইলের ভিতরেই থাকতে হবে নাহলে কাজ করবে না। আর ডায়াল করার পর অনেক অপশন আসবে যার নাম্বার দেয়া থাকবে 1, 2, 3, … যেটি কিনবেন সেটি ডায়ল করবেন সে সংখ্যা ডায়াল করবেন। আর অন্যান্য অফার বা কি কি আছে জানতে More এ যেতে পারেন। 

বাংলালিংক এমবি কিনার নিয়ম

বাংলালিংক সিম এমবি ও ইন্টারনেট এর জন্য জনপ্রিয়। যদিও বর্তমানে দিন দিন এমবির দাম বাড়ছে তাই কোন সিমকেই ভালো বলা যাচ্ছে না। যাইহোক যদি এমবি কিনতে চান তাহলে হাতের মোবাইল দিয়েই নিজে নিজে এমবি কিনে নিতে পারবেন। 

ডায়াল প্যাডে গিয়ে *5000# ডায়াল করে কল করলেই আপনার সামনে এমবি, এমবি প্যাকেজ, এমবি অফার সব হাজির হবে। নিজ প্রয়োজন মত এমবি কিনে নিতে পারবেন খুব সহজেই। 

বাংলালিংক এমবি চেক

এমবি কিনলেন ভালো কথা কিন্তু কথ এমবি আছে কত মেয়াদ আছে কতটুক এমবি খরচ হলো তা চেক করা জরুরি। যদি চেক না করেই ইউজ করতে থাকেন তাহলে ১০ দিনের এমবি ১ দিনেই শেষ হয়ে যেতে পারে। তাই যারা পরিমাণমত এমবি ইউজ করে তাদের জন্যও এটা জানা প্রয়োজন। 

ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *5000*500# এই নাম্বারে। তাহলে এমবি কত আছে, এমবির মেয়াদ কয়দিন তা জেনে নিতে পারবেন। 

বাংলালিংক এমবি ইমারজেন্সি আনার নিয়ম

এখন ইন্টারনেটের যুগ, এমবিই এখন বেশি ব্যবহৃত হয়। আর এখন ব্যালেন্স এর মত এমবিও ইমারজেন্সি আনা যায়। আপনি চাইলেই প্রয়োজনে আপনার ফোনে ইমারজেন্সি এমবি বা এমবি ধার করতে পারেন। এমবি ধার করার জন্য,, 

ডায়াল প্যাডে গিয়ে *875# ডায়ল করুন এবং নিয়ে নিন আপনার কাঙ্খিত এমবি। 

বাংলালিংক SMS কিনার নিয়ম

অনেকের কাছেই sms/এসএমএস একটি তথ্য আদান প্রদানের মাধ্যমে তারা তাল sms কিনে। বাংলালিংক এর জন্যও sms/এসএমএস কিনতে পারেন। সাথে থাকছে নানান অফার। 

এজন্য প্রথমে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে এবং ডায়াল করে কল করতে হবে *121*1013# নাম্বারে। 

বাংলালিংক SMS চেক

এমবি, ব্যালেন্স, মিনিট যাই কিনেন না কেন চেক করতে হয় সবই। তবে দুঃখজনক ভাবে সব কিছু চেক করার কোড ভিন্ন ভিন্ন তাই সবার এসব কোড মনে থাকে না। থাকলেও ২-১ টা কোডই মনে থাকে। Sms চেক করার জন্যও আলাদা কোড রয়েছে, 

ডায়াল প্যাডে গিয়ে কল করতে হবে *101*100# নাম্বারটিতে। এর মাধ্যমে জেনে নিতে পারবেন sms তথ্য। 

বাংলালিংক কাস্টমার নাম্বার

সিম ব্যবহার করলেই সমস্যা যায় না। অনেক সময় অনেক সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যার জন্য উন্মুক্ত রয়েছে বাংলালিংক হেল্প লাইন। কেউ যদি চায় কাস্টমার কেয়ার বা helpline এ কল করতে তাহলে একটি নাম্বারে কল দিতে হবে। 

অনেকে কাস্টমার কেয়ারের নাম্বার না জানায় প্রয়োজনে কাস্টমার কেয়ার সেবা গ্রহণ করতে পারেন না। তাই এখন যদি কাস্টমার কেয়ারকে কল দিতে প্রয়োজন হয় তাহলে ডায়াল প্যাডে গিয়ে 121 ডায়াল করে কল দিবেন। কল দিলেই কাস্টমার সেবা প্রদান করা হবে। 

শেষ

প্রিয় পাঠকবৃন্দ, আশাকরি আর্টিকেলটি সবার ভালো লেগেছে এবং সবার কাজে লাগবে। আর্টিকেল টির কোডগুলি সেভ রাখতে পারেন। এই লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য ইউজার রাও প্রয়োজনমত কোড ব্যবহার করতে পারে। এমন আরও ইনফরমেটিভ আর্টিকেল এর জন্য আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। 

Back to top button